শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও লীলা নাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপিত হচ্ছে এ বছর। এই বিদ্যায়তনে প্রথম ছাত্রী কে ছিলেন? ড. রতনলাল চক্রবর্তী এ প্রসঙ্গে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন দুজন—লীলাবতী নাগ ও সুষমা সেনগুপ্ত। লীলাবতী নাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেথুন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ বিএ পাশ করে ইংরেজি সাহিত্যে এমএ পড়ার জন্য এবং সুষমা সেনগুপ্ত অর্থনীতি বিষয়ে অনার্স নিয়ে বিএ পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
by মালেকা বেগম | 08 July, 2021 | 753 | Tags : Dacca University centenary Lila Nag Dr Ratanlal Chakraborty